কোটচাঁদপুরে আলমসাধু-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ আহত-২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারী ১০, ২০২০

কোটচাঁদপুরে আলমসাধু-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ আহত-২


ঝিনাইদহ প্রতিনিধিঃ  
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর  আন্দুলবাড়িয়া সড়কের আমতলা চার রাস্তার মোড়ের অদূরে আলমসাধু মটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজন আহত। সজীব নামের একজনের পা বিচ্ছিন্ন। তার পিতার নাম আসান আলি। তার গ্রামের বাড়ি কন্যানগর। ঘটনাটি ঘটে ১০-০২-২০২০ আজ সোমবার আঃনু সকাল ৯.৩০ মিনিটের সময়। সাফদারপুর ক্যাম্পের এ এস আই আজাদ জানান, দুর্ঘটনায় আহত ব্যাক্তিদের উন্নত চিকিৎসার জন্য কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী লিটন জানান, গুরুতর ভাবে আহত সজিব ডিসকভার ১২৫ সিঃসিঃ। যশোর হ ১৪-৪৯৫১ মটর সাইকেল নিয়ে সাফদারপুর কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় সে আমতলা মোড় থেকে মকছেদ মোড় হয়ে ঘুরে কলেজে যাবে কিন্তু, পতিমধ্যে ঘটে এ বিপত্তি। এ ঘটনায় এলাকার সর্ব সাধারণ ঘটনাস্থল দেখতে আসে। সাফদারপুর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Post Top Ad

Responsive Ads Here