রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কলাপাড়ায় পায়রা বন্দরের ক্রেনের রশি ছিড়ে বাকেট মাথায় পড়ে পলাশ হাওলাদার (২৮) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল চারটায় দুর্ঘটনাটি ঘটে। নিহত পলাশ বরগুনা জেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের তুলসীবাড়িয়া গ্রামের হানিফ হাওলাদারের ছেলে ও পায়রাবন্দরের ঠিকাদারী প্রতিষ্ঠান নুরজাহান কন্সট্রাকশনের শ্রমিক।
শ্রমিকদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পায়রা বন্দরের ভবন নির্মান কাজ করছিলো পলাশ। এসময় ক্রেনের রশি ছিড়ে বাকেট মাথার পড়ে। তাৎক্ষনিক অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শ্রমিকদের অভিযোগ ক্রেনের রশি ত্রæটি পূর্ন ছিল। বার বার শ্রমিকরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করলেও তারা কার্যকরী পদক্ষেপ গ্রহন করেনি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করেছে।

