বিএনপির সংসদ সদস্যর পদ বাতিলের দাবিতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০

বিএনপির সংসদ সদস্যর পদ বাতিলের দাবিতে মানববন্ধন


জেলা প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। 


আজ বুধবার  (১২ ফেব্রুয়ারি) গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১১ টা  ঘন্টাব্যাপি এ মানববন্ধনে চলে। বঙ্গবন্ধু ছাত্র পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি নুরে আলম সুপ্ত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আল শফি আনসারী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম এ রহিম রিপন,  সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস, দপ্তর সম্পাদক রনি হাসান, ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম ডালিম, রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজ শাখার সভাপতি দেলোয়ার হোসেন,  উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মোবারক হোসেন টনি প্রমূখ। বক্তারা ওইদিনের ন্যাক্কার জনক ঘটনার ইন্ধনদাতা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান।

 উল্লেখ্য যে, গত ২৭ জানুয়ারি মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজে বিদায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু গান পরিবেশনের সময় স্থানীয় বিএনপির এক নেতা ওই ছাত্রীর গানের ডায়রী ছুড়ে ফেলে এবং মাইক্রোফোন নিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম।

Post Top Ad

Responsive Ads Here