প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছেন- আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারী ০৭, ২০২০

প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছেন- আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক


সঞ্জিব দাস, ফরিদপুর :

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছেন। তার দৃঢ় প্রত্যয়ে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, বঙ্গবন্ধু হত্যাকারীদের মামলার রায় দিয়ে তিনি প্রমান করেছেন দেশে আইনের শাসন আছে, কেউ আইনের উর্দ্ধে নয়।  

 

তিনি স্থানীয় আইনজীবীদেরে উদেশ্য বলেন, আপনারা এমনভাবে কাজ করেন যাতে বিচারপ্রার্থীরা ন্যায় বিচার পায় এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয়। 

 

শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা আইনজীবী সমিতির লাইব্রেরী ভবনের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

 

তিনি আরো বলেন, বৃটিশ আমলে নির্মিত ভাঙ্গা চৌকি আদালত যেটি মুন্সেফ কোর্ট নামে পরিচিত সেটি ভাঙ্গাতেই থাকবে। এই ভবনটি কোনমতেই ভাঙ্গা হবেনা, কারন এই আদালতেই বঙ্গবন্ধুর পিতা জনাব লুৎফর রহমান কাজ করেছেন। তার স্মৃতিবিজড়িত এই ভবনটি রেখেই নতুন ৩ একর জায়গার উপর একটি ভবন তৈরী করা হবে। এই ভবনটি বঙ্গবন্ধুর পিতার কার্যালয় ছিল এটি নতুন প্রজন্মকে জানাতে হবে। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্বভাবে  কাজ করার আহবান জানান।  

 

ফরিদপুর জেলা দায়রা জজ মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হাসান বুলবুল, আইন ও বিচার মন্ত্রনালয়ের সচিব গোলাম সরোয়ার হোসেন, যুগ্ন সচিব বিকাশ চন্দ্র সাহা, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, জেলা জজ মতিউর রহমান, উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, থানা ভারপাপ্ত কর্মকর্তা শফিকুর রহমানসহ ভাঙ্গা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।

এর আগে মন্ত্রী অন্য অতিথিদের নিয়ে ভাঙ্গা চৌকি আদালতের আইনজীবি সমিতির লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন। 

 

 

Post Top Ad

Responsive Ads Here