করোনা ভাইরাস প্রতিরোধে গাংনী উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর বিভিন্ন স্থানে অভিযান - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Saturday, March 28, 2020

করোনা ভাইরাস প্রতিরোধে গাংনী উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর বিভিন্ন স্থানে অভিযান


মেহের আমজাদ,মেহেরপুর:
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে গাংনী উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী এক সাথে সচেতনতামূলক অভিযান চালিয়েছে।


 গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর বগুড়া সেনানিবাসের লেঃ কর্ণেল মোঃ ইমাম ফকরুদ্দীনের নেতৃত্বে ১৮ সদস্যের একটি টীম  সচেতনতামূলক অভিযানে অংশ নেন। এ সময় ক্যাপ্টেন মোঃ নাছির উদ্দীন ও ক্যাপ্টেন আসাদ উপস্থিত ছিলেন। গতকাল শুক্রবার বিকালে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের সাহারবাটি বাজার,নওপাড়া,কাথুলি ইউনিয়নের গাঁড়াবাড়িয়া,কাথুলি,তেঁতুলবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া বাজার,বামন্দী ইউনিয়নের দেবীপুর বাজার ও বামন্দী বাজারে টহল দেন এবং সচেতনতা সৃষ্টিতে হ্যান্ড মাইক দিয়ে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ও লেঃ কর্ণেল মোঃ ইমাম ফকরুদ্দীন।যৌথ অভিযানে এলাকায় গনজমায়েত না করতে চায়ের দোকান বন্ধ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন শ্লোাগান সম্বলিত প্ল্যাকাড ও ব্যানার প্রদর্শন ও হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে বিভিন্ন বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সেই সাথে এলাকার জনগণকে যত্রতত্র ঘোরাফেরা না করে নিজ নিজ বাড়িতে অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, বিদেশ থেকে ফেরত আসা ব্যক্তির অবস্থান নির্ণয় ও তাদের নিজ নিজ অবস্থানে কোয়ারেন্টিন নিশ্চিত করাই হবে সেনাবাহিনরী মূল লক্ষ্য। এছাড়া সামাজিক দূরত্ব এবং সতর্কতামূলক ব্যবস্থার জন্য স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী নিয়োজিত করা হয়েছে।

No comments: