ফরিদপুরে এলজিইডি ও পুলিশ বিভাগের উদ্যোগে মুজিব শতবর্ষ উদযাপিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ১৭, ২০২০

ফরিদপুরে এলজিইডি ও পুলিশ বিভাগের উদ্যোগে মুজিব শতবর্ষ উদযাপিত

  ফরিদপুর প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ফরিদপুরে মুজিব শতবর্ষ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় ফরিদপুর এলজিইডি কার্যালয়ে নানা কর্মসূচি গ্রহন করা হয়। প্রথমে এলজিইডি কার্যালয়ের সামনে প্রধান নির্বাহী প্রকৌশলী কেএম ফারুক হোসেনের নেতৃত্বে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এরপর কার্যালয়ের বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করা হয়। সকাল সাড়ে ১০টায় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে কেক কাটেন। 

এরপর প্রধান নির্বাহী প্রকৌশলী কেএম ফারুক হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জীবনী’র উপর আলোচনা, দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এদিকে মুজিব শতবর্ষ উপলক্ষে ফরিদপুর কোতয়ালী থানায় কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান সহ অন্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া এই সব প্রতিষ্ঠান ছাড়াও সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান নানা আয়োজনে মুজিব শতবর্ষ পালন করছে।



Post Top Ad

Responsive Ads Here