ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মসজিদের ইমাম নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ২৩, ২০২০

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মসজিদের ইমাম নিহত


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মো. মাসুদুর রহমান মুন্সি (২৪) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছে।


সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বনমালিপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ বনমালিপুর তালিমুদ্দিন এতিমখানা ও মাদ্রাসার দাওরা জামাত বিভাগের ছাত্র। পাশাপাশি সে ইছাডাঙ্গা গ্রামের একটি মসজিদে ইমামতি করতেন। মাসুদ উপজেলার ঘোষপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের মলিম মুন্সির ছেলে।


প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা সূত্রে জানা যায়, ঘটনার দিন মাসুদ মাথা ব্যাথার ওষুধ কিনতে বনমালিপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সে ঘটনাস্থলে পৌঁছালে এসময় গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা গোবরা-রাজশাহী অন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে সে। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে।


বোয়ালমারী থানার এসআই আব্দুল কাইয়ূম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বিষয়টি রেলওয়ের এখতিয়ারভুক্ত। তাই বাংলাদেশ রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি অবহিত করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here