ফরিদপুরের নগরকান্দায় নানা আয়োজনে মুজিব জন্ম শতবর্ষ পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ১৮, ২০২০

ফরিদপুরের নগরকান্দায় নানা আয়োজনে মুজিব জন্ম শতবর্ষ পালন


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দার তালমায় মঙ্গলবার বিকালে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। 


স্থানীয় উপজেলা আওয়ামী লীগের একাংশের আয়োজনে তালমা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মুজিব শতবর্ষ উপলক্ষে দেড়’শ পাউন্ডের একটি কেক কাটের নেতাকর্মিরা।
এরআগে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও যুমনা গ্রæপের পরিচালক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। 


সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. জামাল হোসেন মিয়া বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমার বাবা একজন মুক্তিযুদ্ধা। জন্মগতভাবেই আমরা আওয়ামীলীগ করি, আওয়ামীলীগকে মনেপ্রানে ধারন করি। তিনি আরো বলেন, মহান মুক্তিযু্দ্েধর চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু হয়েছে। অচিরেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হবে। জামাল বলেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি কুচক্রী মহল আওয়ামীলীগের সাইনবোর্ড ব্যবহার করে বিএনপি জামাতের নেতাকর্মীদের সাথে সখ্যতা রেখে ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বৃথা চেষ্টা করে কোন লাভ হবে না। অচিরেই ফরিদপুর ২ নির্বাচনী এলাকার আওয়ামীলীগ ও মুজিব আদর্শের সৈনিকরা এদের মুখোশ উন্মোচন করবে। 


এছাড়াও বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাব্বির বীন জামান, নগরকান্দা পৌর কাউন্সিলর ইউনুস শেখ, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান, উপজেলা মহিলা লীগের সভানেত্রী নাসিমা বেগম, তালমা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কুদ্দুস প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here