চট্টগ্রামে একই কন্ঠে লাখো লাখো মসজিদ ও বাড়ীতে আজান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ২৮, ২০২০

চট্টগ্রামে একই কন্ঠে লাখো লাখো মসজিদ ও বাড়ীতে আজান



নিজস্ব প্রতিনিধি : মরণঘাতী মহামারি করোনা ভাইরাসসহ সকল অশুভ শক্তির বিরুদ্ধে চট্টগ্রামের সবগুলো মসজিদ ও বাড়ীতে একই কন্ঠে  আজান দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন মসজিদ ও বাড়ীতে এ আজান দেয়া হয়। সমমনা ইসলামী দলের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।

সমমনা ইসলামী দলের সমন্বয়ক মাওলানা ফেরদৌসুর রহমান গনমাধ্যমকে জানান, অতিরিক্ত ঝড়, বৃষ্টি কিংবা মহামারি থেকে বাঁচতে এমন আজান দেয়া যায়। মহামারি থেকে বাঁচতে এমন আযান দেয়া যায়, এটি মূলত রাতেই দেয়া হয়। এটি আমাদের কর্মসূচী ছিল।রাত ১০ টা থেকে আযান দেওয়া শুরু হয় এই সময় কৌতুহোলি লোকজন এত রাতে আজান দেওয়ার কারণ জানতে সংবাদপত্র অফিসগুলোতে ফোন দেয়া শুরু করেন ।

নয়া মসজিদের পেশ ইমাম মাওলানা আবু তাহের জানান মূলত করোনা ভাইরাসের আক্রমণ থেকে দেশের মানুষকে সচেতন করতে একযোগে এই আযান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here