গভীররাতে অস্ত্র মুখে ডাকাতি, নগদ ১০লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ২৮, ২০২০

গভীররাতে অস্ত্র মুখে ডাকাতি, নগদ ১০লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট


রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:  কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে নফেল তালুকদারের বসতঘরের টিনের বেড়া ভেঙ্গে ৫/৬ জন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লক্ষাধিক টাকা, প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, নয়টি মোবাইল সেট নিয়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে এই সশস্ত্র সন্ত্রাসীরা ওই বাড়িতে লুটপাট চালায়। এ ঘটনাকে ডাকাতি বলে মানতে নারাজ পুলিশ।  

স্থানীয় এলাকাবাসী ও গৃহকর্তা সূত্রে জানা যায়, সন্ত্রাসীদের হাতে পিস্তল, রামদা, চাকু ছিল। প্রথমেই সন্ত্রাসীরা সকলের মোবাইল সেট নিয়ে নেয়। ৪/৫ জন সন্ত্রাসী সশ¯্র অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করে, বাকিরা ঘরের বাইরে পাহারায় থাকে। ভূক্তভোগি ওই পরিবার এ ঘটনাকে ডাকাতি বলে দাবি করছে। 
বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা-পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনার পর থেকে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, এটি একটি চুরির ঘটনা। প্রয়োজনীয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। 

Post Top Ad

Responsive Ads Here