তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবগঞ্জে দু’পক্ষের বোমা বিস্ফোরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ২৮, ২০২০

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবগঞ্জে দু’পক্ষের বোমা বিস্ফোরণ


জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা  ধাওয়া এবং বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনার খবর পাওয়া গেছে। 

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে গোলাপেরহাটে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ সুত্রে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়ার গোলাপেরহাটে কাকড়া ও ভটভটি’র সাইড দেয়াকে কেন্দ্র করে ২ চালকের মধ্যে বাকবিতন্ডা হয়।

 এ ঘটনাটি ভবানিপুর ও ধুমিহায়াতপুর এর মধ্যে জানাজানি হলে একপর্যায়ে স্থানীয় হারুনুর রশিদ মেম্বার ও মুক্তার মেম্বারের গ্রুপ জড়িয়ে পড়লে রাত সাড়ে ৭টার দিকে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। 

এসময়  সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। পরে, খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। 

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেই এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরো জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here