সরকারি আদেশ অমান্য করায় দুই কোচিং সেন্টারের অর্থদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ২০, ২০২০

সরকারি আদেশ অমান্য করায় দুই কোচিং সেন্টারের অর্থদন্ড


আবু মুসা নাটোর প্রতিনিধিঃনাটোর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় নাটোরের দুই কোচিং সেন্টারের পরিচালককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


 বুধবার বিকেলে শহরের বলারিপাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান জানান, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে শিক্ষা মন্ত্রনালয় গত ১৬মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ কোচিং সেন্টারগুলো বন্ধ করার নির্দেশনা প্রদান করেন। কিন্তু নাটোরের কিছু কোচিং সেন্টার সরকারি সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছে, এমন সংবাদের প্রেক্ষিতে শহরের বলাড়িপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে কোচিংগুলোতে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের পরিচালক নজিবুল ইসলাম এবং শামীম কোচিংয়ের পরিচালক শামীমুল রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরও তিন শিক্ষককে আটক করে কোচিং করাবেনা মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here