চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৭’শ ৯ জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ২৪, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৭’শ ৯ জন


জেলা প্রতিনধি চাঁপাইনবাবগঞ্জ: 

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় ২’শ  জন বেড়ে হোম কেয়ারেন্টাইনে থাকার সংখ্যা দাঁড়িয়েছে ৭’শ ৯ জনে। এরা হচ্ছে ইতালী, সৌদি আরব, দক্ষিণ করিয়া, সিঙ্গাপুর, মালোয়েশিয়া ও ভারত থেকে এসেছে।

জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ কঠোর নজরদারির কারণে হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। 

তবে, কঠোর নির্দেশনা থাকার পরও হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘুরে বেরাচ্ছে। আর ঘুরে বেড়ানো বিদেশ ফেরতরা বলছেন, বিমানবন্দরে তাদের তেমন কোন নির্দেশনা না দেয়ায় তারা বাড়ির বাইরে যাচ্ছেন। কিন্তু  গতকাল সোমবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে নিষেধ করায় তারা আর বাহিরে যাবেন না বলেও জানান।

অন্যদিকে, এলাকাবাসীকে সচেতন করতে বিদেশ ফেরত যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের বাড়ির দেয়ালে লালকালি দিয়ে হোম কোয়ারেন্টাইন লিখে চিহ্নিত করে দেয়া হচ্ছে। যাতে করে অন্যরা সাবধান ও সচেতন হয়।

Post Top Ad

Responsive Ads Here