চাঁপাইনবাবগঞ্জে চাল মজুদ রাখার দায়ে আড়াই লাখ টাকা জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, March 24, 2020

চাঁপাইনবাবগঞ্জে চাল মজুদ রাখার দায়ে আড়াই লাখ টাকা জরিমানা


জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে চাল মজুদ রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের অব্যাহত অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। 


 সোমবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের বালুবাগান, টিকরামপুর ও রেহাইচরে ৩টি বাড়িতে রক্ষিত চালের গুদামে এ অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন জানান, অবৈধভাবে বাড়ির গুদামে চালের মজুদ রাখার জন্য সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গুদামগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ হাজার ৫’শ বস্তা চাল রাখার দায়ে 

নামোশংকরবাটি আঙ্গারিয়াপাড়ার সাইফুদ্দিনের ছেলে রকিব আলীকে ১ লাখ টাকা, ৪ হাজার বস্তা চাল রাখার দায়ে রেহাইচর এলাকার আব্দুস সাত্তারের ছেলে নাসিম উদ্দিনকে ১ লাখ টাকা ও সাড়ে ৩’শ বস্তা চাল রাখার দায়ে বালুবাগান এলাকার দুরুল হোদাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, কৃষি বিপনণ আইন ২০১৮ এর ৬ ধারায় এ অর্থদ- প্রদান করা হয়। 

No comments: