১৭শ টাকার গুঁড়া দুধ ৩৬শ টাকা! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২০

১৭শ টাকার গুঁড়া দুধ ৩৬শ টাকা!


আমদানিকৃত নেস‌লের ন্যান ব্র্যান্ডের এক কৌটা গুঁড়া দুধের দাম ১৬শ থে‌কে ১৭শ টাকা হয়েছিল। ‌এখন দাম বা‌ড়ি‌য়ে শিশু খাদ্যটি বি‌ক্রি হচ্ছিল ৩৬শ টাকায়। এভাবেই ক‌রোনা ভাইরা‌সকে পুঁ‌জি ক‌রে দাম দ্বিগু‌ণের চে‌য়ে বে‌শি বাড়িয়ে মুনাফা লুটছে কিছু অতি লোভী ব্যবসায়ী।


মঙ্গলবার রাজধানীর শান্তিনগর এলাকার অভিযান চালিয়ে এর প্রমাণ পেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। এ অপরাধে তামান্না ফার্মেসি না‌মের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে লাজফার্মাকেও জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

তিনি জা‌গো নিউজ‌কে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিমের বাজার তদারকি করা হয়। এক ক্রেতা অভিযোগ করে জানান, শান্তিনগরের তামান্না ফার্মেসিতে বেশি দামে গুঁড়া দুধ বিক্রি হচ্ছে। অভিযানে গেলে বিক্রেতা দাম বাড়ানোর বিষয়টি স্বীকার করেন। কারণ হিসাবে বলেন, করোনার আতঙ্কে যেন ক্রেতারা বেশি না কেনেন তাই দাম বাড়ানো হয়েছে। এ অপরাধে তামান্না ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ক্রেতার কাছ থেকে নেয়া বাড়তি দাম ফেরত দিতে বাধ্য করা হয়। পাশাপাশি বেশি দামে যেন আর পণ্য বিক্রি রা করে এজন্য সতর্ক করা হয়।



একই দিন কাকরাইলের লাজ ফার্মায় অভিযান করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করতে দেখা যায়। এছাড়া সাড়ে ৪ টাকার হ্যান্ড গ্লাভসের বক্স ১৩শ টাকায় বিক্রি করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির দাবি তাদের বেশি দামে কেনা তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে এর কোনো ক্রয় রশিদ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এসব অপরাধে লাজ ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।




সময়/রাজ/জাতীয়

Post Top Ad

Responsive Ads Here