আ.লীগের ত্রাণ বিতরণ দেখে বিএনপির মাথা নষ্ট : তথ্যমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২০

আ.লীগের ত্রাণ বিতরণ দেখে বিএনপির মাথা নষ্ট : তথ্যমন্ত্রী


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগের ত্রাণ তৎপরতা দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।


আজ মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে তিনি সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কর্মহীন প্রত্যেকের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে। বিএনপি নেতাদের এগুলো পছন্দ হচ্ছে না।

এ সময় ত্রাণ নিয়ে বিএনপি নেতাদের বিরূপ মন্তব্যেরও সমালোচনা করেন তথ্যমন্ত্রী।



সময়/জাতীয়

Post Top Ad

Responsive Ads Here