নাজমুল হাসান নিরব:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বি.এস.ডাংগী (স্বাধীনতা চত্তর) এলাকায় আজ মঙ্গলবার ২৪ বছর বয়সী এক যুবকের করোনাভাইরাস ধরা পরেছে।সে সিলেট থেকে ঢাকা দোহারে ১৫ দিন অবস্থান করে গত পড়শু বাড়ীতে আসে।এ নিয়ে চরভদ্রাসনে আক্রান্তের সংখ্যা ২ জন।ঐ বাড়ী লকডাউন করা হয়েছে।এবং পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
বিকাল পাঁচটার দিকে সরেজমিনে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা,উপজেলা স্বাস্থ কর্মকর্তা হাফিজুর রহমান ও সংশ্লিষ্ট মেডিকেল টিম আক্রান্ত ব্যক্তিকে দিক নির্দেশনা ও লক ডাউন মেনে চলার নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য গত ২০ এপ্রিল চরভদ্রাসনে প্রথম করোনা রোগী ধরা পরেন।এ পর্যন্ত উক্ত উপজেলায় ১১২ জনের নমুনা সংগ্রহ করা হয়।এর মধ্যে ২ জনের রির্পোট পজেটিভ,৯৫ জনের নেগেটিভ ও ১৪ জনের রির্পোট এখও পাওয়া যায়নি।
সময়/দেশ/নাজ