চরভদ্রাসনে ঝড়ে বিধ্বস্ত অসহায় এক পরিবারের মাঝে নগদ টাকা ও টিন বিতরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ০৫, ২০২০

চরভদ্রাসনে ঝড়ে বিধ্বস্ত অসহায় এক পরিবারের মাঝে নগদ টাকা ও টিন বিতরন

 চরভদ্রাসন প্রতিনিধি :         
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের পিছনে বালিয়া ডাঙ্গী গ্রামে জেলখানা সংলগ্ন মৃত মোন্নাফ শিকদারের স্ত্রী রেজিয়া বেগম (৫২) কে জি আর তহবিল থেকে নগদ ৩ হাজার টাকা ও একবান ঢেউটিন দেওয়া হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভ’মি এমদাদুল হক তালুকদার,প্রকল্প বাস্তব্য়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম সহ সংশ্লিষ্ঠরা । জানাযায় গত ১২-০৪ ২০২০ ইং তারিখে রোজ শনিবার দিবাগত রাতে আকস্মিক ঝড়ের কবলে পরে বিধবা মহিলার একমাত্র বসতি টিনের ঘরটি বিধ্বস্ত হয়েছে। বসতি ঘর হারিয়ে উক্ত বিধবা মহিলা খোলা আকাশের নিচে বসবাস করছিলেন।


এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন,আমি খবর পেয়ে সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের কাছ থেকে একটি আবেদন  নিয়ে জি আর তহবিল থেকে নগদ ৩ হাজার টাকা ও একবান ঢেউটিন দেওয়া ব্যাবস্থা করেছি।


 ক্ষতিগ্রস্থ রেজিয়া বেগম (৫২) বলেন সরকারের পক্ষ থেকে এ সাহায্য পাওয়ায় আমাকে আর খোলা আকাশের নিচে থাকতে হবেনা আমি উপজেলার স্যারগো জন্য  দোয়া করি এ গরিবরে সাহায্য করার জন্য।         

Post Top Ad

Responsive Ads Here