নগরকান্দায় কর্মহীন ও রোজাদারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ০৪, ২০২০

নগরকান্দায় কর্মহীন ও রোজাদারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দাস্থ আলহাজ্ব আকবর হোসেন মিয়ার পরিবার ও বেগম শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সোমবার ৩ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া ও রোজাদারদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।


খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু, সহকারী কমিশনার (ভুমি) আহসান মাহমুদ রাসেল ও নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ সোহেল রানা, বেগম শিরিয়া সংস্থারর সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


সংস্থার সভাপতি ও দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক মাহবুব আহাদ জানান তার মা মরহুম শিরিয়া বেগমের নামে গড়ে তোলা সংস্থার মাধ্যমে প্রতিবছরই নগরকান্দা পৌর এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পারিবারিক সংগঠন মুলত মাহবুব    

সংস্থার সভাপতি মাহবুব আহাদ আরো বলেন, আমাদের সমাজের সকল বিত্তবানেরা যদি এভাবে তাদের নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে করোনা ভাইরাস সহ যে কোনো দুর্যোগকে জয় করা সম্ভব এবং তিনি সকলকে অসহায়দের পাশে  দাঁড়াতে বিনিত আহবান জানান ।

Post Top Ad

Responsive Ads Here