রাজধানীতে সেলুনে চুল কাটার সময় এসি বিস্ফোরণে নিহত ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ০৪, ২০২০

রাজধানীতে সেলুনে চুল কাটার সময় এসি বিস্ফোরণে নিহত ২


শাটার বন্ধ করে চুল-দাড়ি কাটার সময় রাজধানীর নয়াপল্টনে একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, চুল কাটাতে যাওয়া রাসেল (২৮) ও পথচারী শাহ আলম (৫০)।


পল্টন থানার উপ-পরিদশর্ক (এসআই) কাজী আশরাফুল হক শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পল্টন থানার অপজিটে ৪৪নং স্টাইল জোন সেলুনের মালিক কালাম (৪০) বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে দোকানের শাটার বন্ধ করে ভেতরে রাসেল নামে যুবকের চুল-দাড়ি কাটছিলেন। তখন দোকানের ভেতরের এসি বিকট শব্দের বিস্ফোরিত হয়। এতে এক পথচারী এবং তারা দুইজন দগ্ধ হন।

পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের তিনজনের অবস্থায়ই আশঙ্কাজনক ছিল। এরপর শুক্রবার (১ মে) দিবাগত রাতে রাসেলের মৃত্যু হয়। আর শনিবার (২ মে) দুপুরে মারা যান পথচারী শাহ আলম। তাদের শরীরের প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ দগ্ধ ছিল বলে জানান উপ-পরিদশর্ক (এসআই) কাজী আশরাফুল হক।






সময়/দেশ/ঢাকা

Post Top Ad

Responsive Ads Here