ফরিদপুরের সালথা
উপজেলার আটঘর ইউনিয়নের কয়েকটি বাজারে পল্লী চিকিৎসকদের মাঝে পিপিই বিতরন
করা হয়েছে।
রবিবার সকালে মডেল ও বিজ্ঞাপন র্নিমাতা ও আটঘর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রিন্স রবিন (রিপন)
এর ব্যাক্তিগত উদ্যোগে পল্লী চিকিৎসকদের মাঝে এসব পিপই বিতরন করা হয়। মডেল ও বিজ্ঞাপন র্নিমাতা ও সাধারন সম্পাদক আটঘর ইউনিয়ন যুবলীগ।
যুবলীগ নেতা রিপন বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে বড় বড় ডাক্তারদের সবাই
পিপিই দিলেও গ্রামের ডাক্তাদের কেও কিছু দিচ্ছে না। তাই আমি তাদের কথা
চিন্তা করে আমার নিজের অর্থায়নে আমার ইউনিয়নের পল্লী চিকিৎসকদের মাঝে
সামান্য কিছু পিপিই বিতরন করলাম। ডাক্তাররা ভালো থাকলে আমার গ্রামের মানুষ
তাদের কাছ থেকে সেবা নিতে পারবে। তাই আমার এ উদ্যোগ। এদিকে তার এই উদ্যোগকে
স্বাগত জানিয়েছেন এলাকা বাসি।