ফরিদপুরে এবার করোনায় আক্রান্ত হলেন এক চিকিৎসক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ০৩, ২০২০

ফরিদপুরে এবার করোনায় আক্রান্ত হলেন এক চিকিৎসক

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে এবার করোনায় আক্রান্ত হলেন ফরিদপুর মেডিকেল কলেজের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের এক সহকারী অধ্যাপক। তিনি গত এক সপ্তাহ যাবত জ্বর নিয়ে নিজ বাসায় অবস্থান করছিলেন। এরআগে ভাঙ্গায় করোনায় এক নার্স আক্রান্ত হলেও চিকিৎসক আক্রান্তের ঘটনা ফরিদপুরে এই প্রথম।  


জানাযায়, রবিবার দুপুরে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ফরিদপুর মেডিকেল কলেজের ওই সহকারী অধ্যাপক করোনা পজিটিভ বলে চিহ্নিত হন। শনিবার নেয়া স্পেসিমেন পরীক্ষার ফলাফল আজ পাওয়া গেছে। বর্তমানে ওই চিকিৎসক অধ্যাপক ডাঃ আবদুল্লাহ টেলিফোনিক চিকিৎসা নিচ্ছেন। তিনি আপাতত জ্বর ছাড়া আর কোন উপসর্গ বোধ করছেন না বলে তার এক সহকর্মি জানিয়েছেন।

এবিষয়ে ফরিদপুরের ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মো. ছিদ্দিকুর রহমান জানান, করোনাভাইরাস আক্রান্ত ওই চিকিৎসক বাড়িতেই আছেন। আপাতত তার জ্বর ছাড়া অন্য কোন উপর্সগ না থাকায় তিনি বাড়িতেই থাকবেন। ওই বাড়িতে তার দুই বোন রয়েছে। পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছে বলেও তিনি জানান।


এদিকে ওই চিকিৎসক সহ ফরিদপুর জেলায় এ পর্যন্ত ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

বর্তমানে ফমেক হাসপাতালে ৩জন করোনা রোগি ভর্তি রয়েছেন। একজন ঢাকায় বাকিরা তাদের নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

Post Top Ad

Responsive Ads Here