মেহেরপুরে পুলিশ সহ নতুন ৭ জন করোনা রোগী সনাক্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ৩১, ২০২০

মেহেরপুরে পুলিশ সহ নতুন ৭ জন করোনা রোগী সনাক্ত


মেহের আমজাদ, মেহেরপুর //
মেহেরপুরে একই পরিবারের ৫জন সহ নতুন করে ৭জন করোনায় আক্রান্ত হয়েছে।গতকাল শনিবার বিকাল ৫ টায় এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দীন। আক্রান্তদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ রয়েছে।  মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দীন জানান,গত শুক্রবার করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া লিটু করোনা ভাইরাসে আক্রান্ত ছিল। এ ছাড়া তার স্ত্রী জোনাকি (৪০),বড় ছেলে জনি(২৭),ছোট ছেলে রাজিব(১৮)ও বড় ছেলের বৌ জিনিয়া (২১),তাঁতিপাড়ার পুস্প রানী এবং রফিকুল ইসলাম নামের এক ডিএসবির পুলিশ কনষ্টেবলের করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তি সহ তাদের পাশর্^বর্তী বাড়ি লকডাউন করা হয়েছে। তিনি আরো জানান,কুষ্টিয়া পিসিআর ল্যাবে মোট ১৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল সেখান থেকে ৭ জনের করোনায় পজেটিভ বলে নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে মেহেরপুরে মোট করোনা রোগীর সংখ্যা দাড়াল ২৫ টি। 

৩১-০৫-২০(AD)

Post Top Ad

Responsive Ads Here