মেহেরপুরের আশরাফপুর থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ৩১, ২০২০

মেহেরপুরের আশরাফপুর থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার


মেহের আমজাদ, মেহেরপুর //
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মানসিসক ভারসাম্যহীন এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরের দিকে আশরাফপুর কারখানা পাড়ার বুরহান উদ্দিনের বাড়ির পরিত্যক্ত ঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্ত করার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আশরাফপুর স্থানীয় ইউপি সদস্য ফিরাতুল ইসলাম ভোলা জানান,গত কয়েকদিন ধরে অজ্ঞাত পরিচয়ের এক মহিলা আমাদের গ্রামে ঘোরঘুরি করছিল। খোঁজ নিয়ে জানতে পারি সে মানসিক ভারসাম্যহীন। গতকাল শনিবার সকালে বুরহান উদ্দিন এর বাড়ির নিচ তলায় তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিই। মেহেরপুর সদর থানায় এসআই আহসান হাবিব জানান, মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অজ্ঞাত এক মহিলার লাশ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যায়। পরে স্বাস্থ্যবিধি মেনে লাশটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যেহেতু মৃত মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি তাই ময়না তদন্ত শেষে আশরাফপুর গ্রামেই তাকে দাফন করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে বলা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here