নন এমপিও ভুক্ত শিক্ষা কর্মচারীদের মাঝে ফরিদপুর জেলা প্রশাসকের ঈদ উপহার বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ১৯, ২০২০

নন এমপিও ভুক্ত শিক্ষা কর্মচারীদের মাঝে ফরিদপুর জেলা প্রশাসকের ঈদ উপহার বিতরণ

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও ভুক্ত কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। মঙ্গলবার শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়। উপহারের মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনি, আলু, সাবানসহ অন্যান্য দ্রবাদি।


জেলা প্রশাসন সূত্র জানাযায়, জেলা শহরের বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ব্যক্তি রয়েছেন যাদের এখনো এমপিও ভুক্ত হয়নি। বর্তমানে করোনা ভাইরাসের কারনে তারা নানাবিধ অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হচ্ছিল। ফরিদপুরের জেলা প্রশাসক বিষয়টি জানা মাত্র তাদের ঈদ উপহার প্রদানের ব্যবস্থা গ্রহন করেন।  


জেলা প্রশাসক প্রদত্ত ঈদ উপহার পেয়ে ঈশান ইন্সটিটিউটের নৈশ প্রহরী আয়ুব আলী বলেন, আমি নৈশ প্রহরী। এখনো আমার এমপিও ভুক্ত হয়নি। রাতে স্কুলে ডিউটি করি। দিনের বেলায় অন্য কাজ করতাম। করোনা ভাইরাসের কারনে কাজ দিনের বেলায় কাজকর্ম বন্ধ থাকায় সমস্যা হচ্ছিল। আজকের এ উপহার পেয়ে আমার খুব উপকার হল। তিনি এসময় জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।

Post Top Ad

Responsive Ads Here