এবার ফরিদপুরে ‘সবাই মিলে এক সাথে’র ঈদ সামগ্রী বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ১৯, ২০২০

এবার ফরিদপুরে ‘সবাই মিলে এক সাথে’র ঈদ সামগ্রী বিতরণ

ফরিদপুর প্রতিনিধি :
দেড় মাসব্যাপী ফরিদপুরে আটকে পড়া উত্তরাঞ্চলের শতাধীক শ্রমিকের মুখে প্রতিদিনের খাবার তুলে দেয়া শেষে এবার নতুন উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে ‘সবাই মিলে এক সাথে’ (Standing Together)। করোনাকালে স্থানীয় ক’জন উদ্যোমী যুবকের গড়ে তোলা স্বেচ্ছাসেবী এই সংগঠনটি আসন্ন ঈদকে সামনে রেখে শুরু করেছে নি¤œ মধ্যবিত্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী বিতরন। 


সোমবার দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামটে আশরাফুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে মানবিক সহায়তা হিসেবে স্থানীয় ১শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন ও আলু বিতরণ কওে সংগঠনটি। 

এ ব্যাপারে উদ্যোক্তা  শাহিনুজ্জামান বাবর বলেন, সমাজের যারা মধ্য বিত্ত, দু:খ কষ্টে আছে, চক্ষু লজ্জায় মানুষের কাছে যেতে পাওে না, বলতে পাওে না এমন কিছু পরিবারের হাতে মানবিক ভালোবাসার ঈদ উপহার আমরা দিচ্ছি। এর আগে দেড় মাস ধওে প্রতিদিন ফরিদপুওে আটকে পরা পরিযায়ী শ্রমিকদের দুই বেলা খাবার দিয়েছি। এছাড়াও ঈদকে সামনে রেখে, কিছু মানুষ যারা কারো কাছে হাত পাততে পারে না,এমন কিছু মানুষকে বিকাশের মাধ্যমে টাকা দিয়েছি।

Post Top Ad

Responsive Ads Here