বৃটেনের বাচ্চাদের অনুদান থেকে ৩৩ বেঁদে পরিবারের মাঝে ত্রাণ বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ১৩, ২০২০

বৃটেনের বাচ্চাদের অনুদান থেকে ৩৩ বেঁদে পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর এলাকার বিক্রমপুর বেঁদে পল্লিতে বৃটেনের বাচ্চাদের উপহারের অনুদান থেকে ৩৩টি পরিবারের মাঝে মানবিক ফরিদপুরের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ৩৩ টি বেঁদে পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।  


এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কে এম জাহিদ হোসেন( মিলন), নিলুফার ইয়াসমিন রুবি, ডাঃ নিলয় বিশ্বাস, ডাঃ মনিরুজ্জামান, আজিজুর রহমান সহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।    


এ ব্যাপারে সংগঠনের সদস্যরা জানান, আমরা বিলুপ্ত প্রায় বেঁদে সম্প্রদায়ের ৩৩ পরিবারের মাঝে বৃটেনের বাচ্চাদের উপহারের অনুদান থেকে চাল ডালসহ নিত্যপন্য দেওয়া হয়েছে। তারা বলেন মানবিক ফরিদপুর মার্চ মাসের ২৬ তারিখ থেকে কাজ শুরু করে। এই করোনা দূর্যোগকালিন সময়ে কয়েকজন মানবিক আলোকিত মানুষের মানবিক আত্মদহন থেকে এ সংগঠনের কাজ শুরু করি। আমরা সামনের দিনে আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধারণ কর্মজীবী মানুষের দুর্দশাগ্রস্থ অবস্থার পাশে থেকে সহায়তা করার জন্য আরো নানা উদ্যোগ গ্রহন করবো বলেও তারা জানান।

Post Top Ad

Responsive Ads Here