পঞ্চমবারের মত দুটি পৃথক মামলায় বরকত ও রুবেলের তিন দিনের রিমান্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ২৫, ২০২০

পঞ্চমবারের মত দুটি পৃথক মামলায় বরকত ও রুবেলের তিন দিনের রিমান্ড


 

ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরে দুটি পৃথক মামলায় সাজ্জাদ হোসেন বরকত ও তার ছোট ভাই ইমতিয়াজ হাসান রুবেলের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।


বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের এক নম্বর আমলী আদালতের বিচারক মোহাম্মদ ফারুক হোসাইন রিমান্ড আবেদন শুনানী শেষে দুই ভাইকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে তাদের আদালতে হাজির করে দুটি মামলায় পৃথক ভাবে দুই জনের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।


এ রিমান্ড শুনানীর আগে সাজ্জাদ হোসেন বরকত বিশেষ ক্ষমতা আইনে দায়ের করার মামলায় অপরাধ স্বীকার করে একই আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে ইমতিয়াজ হাসান রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।


সাজ্জাদ হোসেন বরকতের রিমান্ড মঞ্জুর হয়েছে সদর উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলমের উপর হামলা ও চাঁদাবাজীর মামলায়। অপরদিকে ইমতিয়াজ হাসান রুবেলের রিমান্ড মঞ্জুর হয়েছে তাদের আরেক সহযোগী রেজাউল করিমের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায়। ওই মামলার বাদী ফরিদপুর গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক মো. জব্বার। 


প্রসঙ্গত গত ৭ জুন রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার মামলার আসামী হিসেবে শহরের বদরপুরসহ বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ বরকত, রুবেল ও রেজাউল করিমসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় অস্ত্র, মাদক ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা হয়। পরবর্তিতে সদর উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলম চাঁদাবাজী ও তার উপর হামলার অভিযোগে আরেকটি মামলা করেন ফরিদপুর কোতয়ালী থানায়। এ মামলায় আসামি করা হয় বরকত ও রুবেলসহ বেশ কিছু জনের নামে। তাদের বিরুদ্ধে এ পর্যন্ত ছয়টি মামলা হয়েছে বলে জানাগেছে।  


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, বৃহস্পতিবার দুপুরে সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়ান হাসান রুবেলকে আদালতে হাজির করে দুটি পৃথক মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানী শেষে আদালত তিন দিন করে  রিমান্ড মঞ্জুর করেন।


প্রসঙ্গত গত ১৬ মে রাতে জেলা আ.লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে  দুই দফা হামলার ঘটনা ঘটে। সুবল সাহার বাড়ি শহরের গোয়ালচামট মহল্লার মোল্লা বাড়ি সড়কে অবস্থিত। এ ঘটনায় গত ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। 

এরপর গ্রেফতার অভিযান শুরু হয়। এতে ৭ জুন রাতে দুই ভাই সহ আটক হয় নয়জন। এরপর বরকতের সবেচেয়ে কাছের সেকেন্ড ইন কমান্ড এসও মনির ও রুবেলের ব্যবসায়ীক পাটনার সুমন সাহা সহ কয়েকজন আটক করে। আর এর পর থেকে বেড়িয়ে আসে অনেক অজানা অধ্যায় বলে জানাগেছে পুলিশ সূত্রে। #

Post Top Ad

Responsive Ads Here