ফরিদপুরের আরেকটি মামলায় বরকত ও রুবেলের চার দিনের রিমান্ড মঞ্জুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ২১, ২০২০

ফরিদপুরের আরেকটি মামলায় বরকত ও রুবেলের চার দিনের রিমান্ড মঞ্জুর

 

ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরে ১২শ’ বস্তা সরকারী সিললাগা বস্তায় চাল, অস্ত্র, মাদক ও বিদেশি মুদ্রাসহ আটক আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের চতুর্থ দফায় আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ১নং আমলি আদালতের বিচারক মো. ফারুক হোসাইন। রবিবার বিকেলে তাদের আদালতে হাজির করা হলে শুনানী শেষে এই রিমান্ড মঞ্জুর করে আদালত। 


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন দিনের রিমান্ড শেষে রবিবার দুপুরে ফরিদপুরের ১নং আমলি আদালতে বরকত ও রুবেলকে হাজির করে পুলিশ।


তাদের কাছ থেকে ১২’শ বস্তা চাল ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে করোনা কালিন সময়ে এতো বিপুল পরিমানে চাল তাদের জিম্মায় পাওয়া নিয়ে তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থা।
 

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক বেলাল হোসেন জানান, গত ১৮ তারিখে মাদক মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সেই রিমান্ড শেষে রবিবার আদালতে হাজির করা হয় বরকত ও রুবেলকে। চাল ও বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। আদালত জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিবার থেকেই এই রিমান্ড কার্যকর হবে বলেও জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here