শৈশবের প্রেমিকের দেখা পেলেন মেহজাবীন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ২৬, ২০২০

শৈশবের প্রেমিকের দেখা পেলেন মেহজাবীন


সময় সংবাদ ডেস্ক//
মানুষের জীবনের ভিন্ন এক অনুভূতি হল শৈশবের প্রেম। আনমনে একজনের জন্য বিশেষ ভালো লাগা, বিশেষ টান তৈরি হয়ে যায় কিছু ভালো করে বোঝে উঠার আগেই। তবে বেশিরভাগ মানুষই সময়ের ফেরে শৈশবের সেই প্রেমকে হারিয়ে ফেলেন।

কিন্তু সে প্রেম মানুষ কখনো ভুলতে পারে না। শৈশব পেরিয়ে সে প্রেমের ধারাবাহিকতা কারো জীবনে থেকে যায় আজীবন। আবার কারো কারো প্রেমের আদান প্রদান শৈশবেই শেষ হয়ে যায়। 

এমনটিই ঘটেছিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জীবনে। নানা কারণে শৈশবের প্রেমকে হারিয়ে ফেলেন তিনি। তবে ২০ বছর পর তাকে আবারও ফিরে পাওয়ার আনন্দে ভাসেন। না, এ কোনো বাস্তব ঘটনা নয়। সম্প্রতি এমন গল্পের একটি নাটকে কাজ করেছেন মেহজাবীন। এর নাম ‘কেন?’।

গল্পে দেখা যায় আবির এবং রায়মার প্রেমের মাঝে এসে দাঁড়ায় রাজনীতি, পারিবারিক পছন্দ অপছন্দসহ বিবিধ জটিলতা। গীতিকার আসিফ ইকবালের গল্পে সংলাপ লিখেছেন শহিদুজ্জামান শাওন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।

এ নাটকটিতে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, রুমানা ঈশিতা, তৌসিফ মাহবুব, মিলি বাসার, সাবিহা জামান, ফখরুল বাসার মাসুম প্রমুখ।

আরটিভির ঈদ উল আজহার অনুষ্ঠানমালায় নাটক ‘কেন?’ প্রচার হবে ঈদের দিন রাত ১১টা ৩০মিনিটে।


Post Top Ad

Responsive Ads Here