একদিনে আড়াই লাখের বেশি শনাক্ত, মৃত্যু ৫৭১৭ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ২৬, ২০২০

একদিনে আড়াই লাখের বেশি শনাক্ত, মৃত্যু ৫৭১৭


সময় সংবাদ ডেস্ক//
বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের সংখ্যা কমছেই না। গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৫৮ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন পাঁচ হাজার ৭১৭ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬২ লাখ ৩২৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৪৪০ জনের। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৯৯ লাখ ১৩ হাজার ৭২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ এক হাজার ১১১ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৮৬ হাজার ছাড়িয়েছে। গত একদিনে ৪৮ হাজারসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ লাখ ৯৬ হাজার।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এক হাজার ৯০৮ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৪৯ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট প্রায় ৪৩ লাখ ১৫ হাজারের বেশি সংক্রমিত।

এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল মেক্সিকো। দেশটিতে নতুন প্রাণহানি ৭৭৩ জন। দেশটিকে মোট মৃত্যু ৪২ হাজার ও শনাক্ত ৩ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে। এদিকে ইরানে গত ২৪ ঘণ্টায় ১৯৫ জনের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। দেশটিতে মোট মৃত্যু ১৬ হাজার ছুঁই ছুঁই।

ভারতে একদিনে ৬৯০ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ৩২ হাজারের বেশি। নতুন ৪৮ হাজার সংক্রমণে মোট আক্রান্ত সাড়ে ১৩ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি রাজ্যে করোনার প্রকোপ এখনো বাড়ছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here