সময় সংবাদ ডেস্ক//
করোনার এই সময়ে ‘ইত্যাদি’র নতুন পর্ব নির্মাণ না করলেও যথারীতি নাটক নির্মাণ করেছেন হানিফ সংকেত। তার রচিত এবারের নাটকের নাম ‘মনের মতি-মনের গতি’। করোনাকালে এক শ্রেণির সুযোগসন্ধানী মানুষের দুর্নীতি এবং তাদের কারণে সাধারণ মানুষের দুর্দশার চিত্র উঠে আসবে নাটকটিতে।
নাটকটির প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, আমাদের সমাজে এক শ্রেণির মানুষ রয়েছে, যারা অন্যের দুঃসময়কে পুঁজি করে নিজের লাভ খোঁজে। তাদের মতিগতি বোঝা কঠিন। তবে বিবেকের তাড়নায় কিংবা সৎসঙ্গে এসে অনেকে ভালোও হয়ে যায়। করোনার এই দুর্যোগের সময়ে দুই পরিবারের মাধ্যমে মানুষের মনের বিচিত্র মতিগতি তুলে ধরা হয়েছে।
এই নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে সাভারে ফাগুন অডিও ভিশনের শুটিং স্পটে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তারিন, মীর সাব্বির, নাদিয়া, সাঈদ বাবুসহ অনেকে।
নাটকের সূচনা সংগীতের সুর করেছেন হানিফ সংকেত। কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, নিজের সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন কিশোর দাশ। আবহ সংগীত করেছেন ফরিদ আহমেদ।
জানা গেছে, ঈদের দিন রাত ৮টা ২০ মিনিটে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় প্রচারিত হবে ‘মনের মতি-মনের গতি’ নাটকটি।