সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়ার দেলোয়ার শেখের ছেলে জাহাঙ্গীর শেখ ও একই এলাকার কমলদার খানের ছেলে সাইফুল খান।
করিমপুর পুলিশ ফাঁড়ির এসআই জয়নাল বলেন, ফরিদপুর থেকে গ্রামে ফিরছিলেন জাহাঙ্গীর ও সাইফুল। সদরের কানাইপুর এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা যশোরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নিহত হন। আহত সাইফুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।