বুধবার, জুলাই ২৯, ২০২০
বোয়ালমারীর চতুল ইউনিয়নে ২৮৮০ জনের মধ্যে চাল বিতরণ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ২৮৮০ জন দরিদ্রদের মধ্যে ভিজিডি ও জিআরের চাল বিতরণ করা হয়। বুধবার (২৯.০৭.২০) চতুল ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ করা হয় এ সকল চাল। বুধবার জিআর ১৬৯০ জন হতদরিদ্রদের মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়। বৃহস্পতিবার ভিজিডির চাল ১১৯০ জনের মধ্যে বিতরণ করা হবে। অত্র ইউনিয়নের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু ও ট্যাক অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিইও) মো. আজিজার রহমান খান উপস্থিত থেকে চাল বিতরণ করেন।
Tags
# জাতীয়
# জেলার সংবাদ
# ফরিদপুর
About shomoysangbad
ফরিদপুর
লেবেলসমূহ:
জাতীয়,
জেলার সংবাদ,
ফরিদপুর
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc

