ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানে আদালতেই অভিযুক্তকে গুলি করে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২০

ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানে আদালতেই অভিযুক্তকে গুলি করে হত্যা


সময় সংবাদ ডেস্ক//
পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে আদালতের মধ্যেই গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের আদালতে শুনানি চলার মধ্যেই তাহির আহমেদ নাসিম নামের ওই ব্যক্তিকে হত্যা করা হয়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তাকে লক্ষ্য করে ছয়টি গুলি চালানো হয়। এ ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।

নিহত নাসিম নিজেকে ‘নবী’ বলে দাবি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। পাকিস্তানে ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড। যদিও সেখানে এ পর্যন্ত কারো রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে প্রায় ক্ষেত্রেই অভিযুক্ত ব্যক্তি সহিংস হামলার শিকার হন।

২০১৮ সালে গ্রেফতারের পর থেকেই পুলিশি হেফাজতে ছিলেন নাসিম। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় ব্লাসফেমি আইনের ২৯৫-এ, ২৯৫-বি এবং ২৯৫-সি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়।

অভিযোগে বলা হয়, নিজেকে নবী দাবি করে ইসলাম ধর্মের মহানবী হজরত মুহাম্মদকে (সা.) অবমাননা করেছেন তিনি।

আদালতে ওই মামলার শুনানি চলার মধ্যেই নাসিমকে গুলি চালিয়ে হত্যা করা হয়।

১৯৯০ সাল থেকে পাকিস্তানে এই অভিযোগ সংশ্লিষ্ট অন্তত ৭৭ জনকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে অভিযুক্ত ব্যক্তি ছাড়াও তাদের পরিবারের সদস্য, আইনজীবী, এমনকি বিচারকেরাও ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here