সব আফগান বন্দিদের মুক্তি দেবে তালেবান - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Thursday, July 30, 2020

সব আফগান বন্দিদের মুক্তি দেবে তালেবান


সময় সংবাদ ডেস্ক//
ঈদের মধ্যেই আফগানিস্তানের সব সরকারি বন্দিদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তালেবান গোষ্ঠী। তালেবানের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার তালেবানের কাতার কার্যালয়ের মুখপাত্র সুহেল শাহিনের টুইটার বার্তাকে উদ্ধৃত করে টোলো নিউজ জানায়, দোহা চুক্তি অনুসারে আফগান সরকারকেও তালেবানের ৫ হাজার বন্দিকে মুক্তি দিতে হবে। এছাড়া ঈদের পরে আন্তঃআফগান আলোচনা শুরু করার সুবিধার্থে বন্দি মুক্তির তালিকাটি অবশ্যই সম্পন্ন করতে হবে।

দোহায় স্বাক্ষরিত মার্কিন-তালেবান শান্তি চুক্তির আওতায় ৫ হাজার তালেবান সদস্যকে মুক্তি দেবে আফগান সরকার। এখন পর্যন্ত তারা প্রায় ৪ হাজার ৪০০ জনেরও বেশি তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে। এছাড়া চুক্তি অনুযায়ী, তালেবানকেও এক হাজার বন্দিকে মুক্তি দিতে হবে। যার মধ্যে প্রায় ৮০০ জনকে এরইমধ্যে মুক্তি দিয়েছে গোষ্ঠীটি।

এদিকে, মঙ্গলবার ঈদুল আজহা উপলক্ষ্যে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান। শুক্রবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। স্থবির হয়ে পড়া বন্দিবিনিময় আলোচনা আগামী সপ্তাহ থেকেই শুরু হতে পারে বলে ইঙ্গিত দেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। তার এমন ইঙ্গিতের পরেই যুদ্ধবিরতির ঘোষণা দেয় তালেবান।

এক বিবৃতিতে তালেবান তার সশস্ত্রযোদ্ধাদের ঈদের তিনদিন শত্রুদের বিরুদ্ধে সবধরনের হামলা বন্ধ রাখার নির্দেশ দেন। ২০১৯ সালের জুন মাসের পর দেশটিতে তৃতীয় যুদ্ধবিরতি এটি।


No comments: