বিশ্বে করোনায় ৬ লাখ ৫২ হাজারেরও বেশি মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ২৭, ২০২০

বিশ্বে করোনায় ৬ লাখ ৫২ হাজারেরও বেশি মৃত্যু

সময় সংবাদ ডেস্ক//
রি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৫২ হাজার ৩৯ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৪ লাখ ১২ হাজার ৭৯৪ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪২ হাজার ৩৬২ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৪৩ লাখ ৭১ হাজার ৮৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৪৯ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৫২ জনের। আর আক্রান্ত হয়েছে ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জন।

তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ৭৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৪২৬ জন।

এছাড়া মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৪৩ হাজার ৬৮০ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৫১৬ জন। ইতালিতে করোনায় ৩৫ হাজার ১০৭ জনের মৃত্যু ও ২ লাখ ৪৬ হাজার ১১৮ জন আক্রান্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৮৯১ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here