সময় সংবাদ ডেস্ক//
চট্টগ্রাম নগরীর কালুরঘাট শিল্প এলাকায় মেরিডিয়ান চিপস কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ।
সোমবার দুপুরে ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া। ভোরে আগুন লাগে ওই কারখানায়।
তিনি জানান, মেরিডিয়ান চিপস কারখানায় আগুন লাগার খবরে চারটি স্টেশনের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সময় কারখানাটি বন্ধ ছিল। তবে কারখানায় চিপসের প্লাস্টিকের প্যাকেট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।