বিয়ের ফটোশুটের সময় বিস্ফোরণ, প্রকাশে এলো বৈরুতের বিস্ময়কর ভিডিও - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ০৬, ২০২০

বিয়ের ফটোশুটের সময় বিস্ফোরণ, প্রকাশে এলো বৈরুতের বিস্ময়কর ভিডিও


সময় সংবাদ ডেস্ক//
ঝকঝকে শহর লেবাননের বৈরুত মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভয়াবহ বিস্ফোরণের দাগ শহরজুড়ে। সড়কে পড়ে আছে বিভিন্ন ভবন আর যানবাহনের ধ্বংসাবশেষ। এমন ঘটনায় হতভম্ব বৈরুতবাসী।

বিস্ফোরণের আগের মুহূর্তেও সবাই যার যার কাজে ব্যস্ত ছিলেন। কেউ কাজ করছেন, কেউ সিনেমা দেখছেন; এমনকি বিয়েও থেমে ছিল না। যখন ওয়্যারহাউজে বিস্ফোরণ ঘটে তখনই এক সদ্যবিবাহিতা নারী বিয়ের ফটোশুট করছিলেন সেখানে। ভিডিও অন থাকায় বিস্ফোরণের ঘটনাটি রেকর্ড হয়।

মাহমুদ নকিব নামে একজন ব্যক্তির ধারণ করা ওই ভিডিও বিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ান তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। এতে দেখা যায়, বিস্ফোরণের পরপরই নববিবাহিতা দৌঁড়ে পালাচ্ছেন।


এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ৫ হাজার মানুষ। আহত অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে।


Post Top Ad

Responsive Ads Here