ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৮ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ০৬, ২০২০

ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৮


সময় সংবাদ ডেস্ক//
ভারতের একটি করোনা হাসপাতালে অগ্নাকাণ্ডের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে গুজরাটের আহমেদাবাদের নভরঙ্গপুরার শ্রে হাসপাতালে এই ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা য়ায়, হাসপাতালের আইসিইউ বিভাগে প্রথমে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন আইসিইউ ও তার আশপাশের ওয়ার্ডগুলোতে ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউ থেকে রোগীদের উদ্ধারের আগেই পুড়ে মারা যান আটজন। নিহতদের শরীরের অর্ধেকের বেশি ঝলসে গিয়েছিল।

দমকল বাহিনীর সূত্র দিয়ে জানানো হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং তিনজন নারী। এছাড়া হাসপাতালে চিকিত্সাধীন বাকি প্রায় ৪০ জনকে উদ্ধার করে অন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো কিছু জানা না গেলেও স্থানীয়দের ধারণা, শর্ট সার্কিটেই তার সূত্রপাত ঘটে।


Post Top Ad

Responsive Ads Here