সময় সংবাদ ডেস্ক//
জামালপুরের দেওয়ানগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল। তিনি একই ইউপি আওয়ামী লীগের সভাপতি।
সোমবার রাতে দেওয়ানগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন শহিদ হারুন সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে দেওয়ানগঞ্জ পৌর শহর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন শাকিরুজ্জামান রাখাল। শহিদ হারুন সড়কে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা রামদা দিয়ে তার বুক, হাত ও মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে রাখালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাফিজুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান রাখালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতের বড় ভাই উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন জানান, শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে।
সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অ্যাডিশনাল এসপি (দেওয়ানগঞ্জ সার্কেল) রাকিবুল হাসান রাসেল।