হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি//
করোনাকালীন সময়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র নিজ এলাকা টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি)’র ভ্রাম্যমান ট্রাকসেলের মাধ্যমে বিউটি এন্টার প্রাইজ ধনবাড়ী বাজারে তেল, চিনি ,মসুর ডাল বিক্রয় শুরু হয়েছে।
বুধবার(২৬ আগষ্ট২০)ইং সকালে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন ট্যাগ অফিসার ধনবাড়ী উপজেলা পাট উপসহকারী কর্মকর্তা মোশারফ হোসেন ও পৌর কাউন্সিলর নূর মোহাম্মদ।
এসময় ধনবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, মাইটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, ধনবাড়ী বাজরের বিশিষ্ট ব্যাবসায়ী জামাল উদ্দিন, ডিলার আবু তারেক, সাবেক কাউন্সিলর মজনু উপস্থিত ছিলেন।
ট্রাক সেলে পন্য কিনতে পারায় খুশি সাধারণ ক্রেতারা তবে তারা জানান, ক্রেতার চাহিদার তুলনায় পন্য অপ্রতুল। ট্রাক সেলে পন্য বিক্রিতে ডিলার দের কে পন্য বাড়িয়ে দিতে কর্তৃপক্ষের নিকট হস্থক্ষেপ কামনা করেন।