ভারতে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়ালো - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৭, ২০২০

ভারতে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়ালো


সময় সংবাদ ডেস্ক//
ভারতে করোনাভাইরাস সংক্রমণের গতি যেন আরো অপ্রতিরোধ্য হয়ে উঠছে। দেশটিতে এরইমধ্যে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৬২ হাজার ৫৩৮ জন । এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২৭ হাজার ৭৪ জন। একইদিনে মৃত্যু হয়েছে ৮৮৬ জনের। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৫৮৫ জন।

দেশটিতে আক্রান্তের হিসেবে রাজ্যগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্ত চার লাখ ৭৯ হাজার ৭৭৯ জন। মারা গেছে ১৬ হাজার ৭৯২ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্ত দুই লাখ ৭৯ হাজার ১৪৬ জন। মারা গেছে চার হাজার ৫৭১ জন।

সংক্রমণ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার নতুন সংক্রমণের জেরে সেখানে এখন মোট আক্রান্ত এক লক্ষ ৯৬ হাজার ৭৮৯ জন।

এদিকে আক্রান্তের সংখ্যা বাড়লেও, করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক বলে মনে করছেন দেশটির কর্তৃপক্ষ। প্রতিদিন সুস্থ হয়ে ওঠার হারটাও বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ১৩ লাখ ৭৮ হাজার ১০৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ মোট আক্রান্তের প্রায় ৬৮ শতাংশই সুস্থ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৭৬৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মৃত্যুর নিরিখে স্পেন ও ফ্রান্সকে আগেই টপকে গিয়েছে ভারত। এখন সামনেই রয়েছে ইতালি। আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে ব্রাজিল ও এরপরেই ভারতের অবস্থান।


Post Top Ad

Responsive Ads Here