কাশিমপুর কারাগার থেকে কয়েদি নিখোঁজ, ১৫ ঘণ্টায়ও মেলেনি সন্ধান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৭, ২০২০

কাশিমপুর কারাগার থেকে কয়েদি নিখোঁজ, ১৫ ঘণ্টায়ও মেলেনি সন্ধান



সময় সংবাদ ডেস্ক//
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ১৫ ঘণ্টা সন্ধান চালিয়েও তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ কয়েদির নাম আবু বকর সিদ্দিক। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুরে।

কারাগারের এক কর্মকর্তা জানান, ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে কাশিমপুর কারাগারে আসেন আবু বকর সিদ্দিক। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

তিনি আরো জানান, কারাগারটি বড় হওয়ায় আবু বকর সিদ্দিক কারাগারের ভেতরেই কোথাও লুকিয়ে থাকতে পারেন। এর আগে ২০১৫ সালের ১৩ মে তিনি একই কাজ করেছিলেন। ওই সময় তিনি সেল এলাকায় সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। পরদিন তাকে উদ্ধার করা হয়েছিল। কারাগারের সর্বত্র তাকে খোঁজা হচ্ছে।

আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম মোস্তফা কামাল পাশা বলেছেন, কাশিমপুর কারাগারের নিখোঁজ ওই কয়েদিকে এখনো পাওয়া যায়নি। তার সন্ধান চলছে। যারা দায়িত্বে অবহেলা করেছেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



Post Top Ad

Responsive Ads Here