সময় সংবাদ ডেস্ক//
সাতক্ষীরার তালায় স্বামীকে মারধরের কারণ জানতে চাওয়ায় এক গৃহবধূকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার দুপুরে ওই উপজেলার মহান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাসিমা বেগম ওই গ্রামের নাজের শেখের স্ত্রী। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার জানায়, তিনদিন আগে পাট চুরির অপবাদ দিয়ে নাজের শেখকে মারধর করেন একই গ্রামের মনিরুল মোড়ল ও তার চাচাতো ভাই মিন্টু মোড়ল। সোমবার দুপুরে ওই ঘটনা সম্পর্কে জানতে চান নাজের শেখের স্ত্রী নাসিমা বেগম। ওই সময় মনিরুল মোড়ল, মিন্টু মোড়লসহ পরিবারের সদস্যরা নাসিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে সড়কে ফেলে রাখে। এরপর থেকে বমি করছিলেন নাসিমা। গ্রাম্য চিকিৎসকের পরামর্শে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। বাড়িতেই মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কপালে একটি কোপের দাগ রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও হামলায় জড়িত থাকায় তিনজনকে আটক করা হয়েছে। জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।