লেবাননে বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ১৯ সদস্য আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০৫, ২০২০

লেবাননে বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ১৯ সদস্য আহত


সময় সংবাদ ডেস্ক//
লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণস্থল হতে মাত্র ২০০ গজ দূরেই অবস্থান করছিলো বাংলাদেশ নৌবাহিনীর প্রথম ক্ষেপণাস্ত্রবাহী করভেট বানৌজা বিজয়। বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ১৯ সদস্য আহত হয়েছেন। ছবি: বাংলাদেশ নৌবাহিনীর ফেসবুক পেজ থেকে সংগৃহীত
লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণস্থল হতে মাত্র ২০০ গজ দূরেই অবস্থান করছিলো বাংলাদেশ নৌবাহিনীর প্রথম ক্ষেপণাস্ত্রবাহী করভেট বানৌজা বিজয়। বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ১৯ সদস্য আহত হয়েছেন। ছবি: বাংলাদেশ নৌবাহিনীর ফেসবুক পেজ থেকে সংগৃহীত
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ১৯ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে সমুদ্রবন্দরের কাছে বোমা তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের গুদামে বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধান।

এ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। আহত অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

এদিকে এ ঘটনায় বাংলাদেশের কেউ নিহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শ্রম ও দূতালয় প্রধান আবদুল্লাহ আল মামুন। 

তিনি আরো জানান, বিস্ফোরণের সময় বৈরুত বন্দরে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস বিজয় অবস্থান করছিল। এছাড়া বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ১৯ সদস্য আহত হয়েছেন। আহতের মধ্যে ৫ জনকে স্থানীয় একটি হাসপাতালের ভর্তি করা হয়েছে। 

আবদুল্লাহ আল মামুন বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা আশঙ্কামুক্ত। এছাড়া বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিও আহত হয়েছেন। 

এদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বন্দরে একটি গুদামে বিস্ফোরণ থেকে ঘটনার সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা লেবানন সরকারকে পাঁচদিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেন জমা দেবেন।


Post Top Ad

Responsive Ads Here