পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী মানব ক্যালকুলেটর ভানু প্রকাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২০

পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী মানব ক্যালকুলেটর ভানু প্রকাশ


সময় সংবাদ ডেস্ক//
পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির মানব কম্পিউটার খ্যাত ছিলেন শকুন্তলা দেবী। এবার তাকে হারিয়ে খ্যাতির নতুন রেকর্ডটি অর্জন করেছেন ভারতের হায়দ্রাবাদের ২০ বছরের তরুণ নীলাকান্ত ভানু প্রকাশ। সম্প্রতি মেন্টাল ক্যালকুলেটর ওয়াল্ড চ্যাম্পপিয়নশিপে অ্যাট মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াডে গোল্ড মেডেল অর্জন করেছেন ভানু। এছাড়া তিনি লিমকা বুক অফ ওয়াল্ড রেকর্ডসের খাতায়ও নাম লিখিয়েছেন।

সংবাদ মাধ্যমের খবর, ক্যালকুলেটারের চেয়ে দ্রুতগতিতে হিসাব বা গণনা করতে পারেন ভানু। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ‘মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অ্যাট মাইন্ড স্পোর্টস অলিম্পিয়ার্ড’-তে (এমএসও) ভারতের হয়ে প্রথম গোল্ড মেডেল জিতেছেন তিনি।

করোনার জন্য চলতি বছর ভার্চুয়ালভাবে এমএসও অনুষ্ঠিত হয়। সেখানে ১৩টি দেশের সর্বোচ্চ ৫৭ বছর বয়সী ৩০ জন প্রতিযোগী অংশ নেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের চেয়ে ভানু ৬৪ পয়েন্টে এগিয়ে রয়েছেন।

ভানু সংবাদ মাধ্যমকে বলেন, ভিশন ম্যাথ ল্যাব তৈরির কথা ভাবছি। এতে লাখ লাখ শিক্ষার্থী উপকার পাবে।

তিনি আরো বলেন, সাক্ষরতা যেমন কোন দেশের জন্য গুরুত্বপূর্ণ তেমনি ম্যাথ ফোবিয়াকে দূর করাও গুরুত্বপূর্ণ। বাচ্চাদের মধ্যে গণনার পরিমাণ বাড়াতে চাই। এতে সবার মধ্যে গণিত ফোবিয়া দূর হবে।

ভানুর আগে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির মানব কম্পিউটার হিসেবে রেকর্ড গড়েন স্টক ফ্ল্যান্সবার্গ ও শকুন্তলা দেবী।


Post Top Ad

Responsive Ads Here