সময় সংবাদ ডেস্ক//
চট্টগ্রামের বাঁশখালীর উপজেলার সাধনপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের কচুজুম পাহাড়ি এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত এমরান হোসেন কচুজুম পাহাড়ি এলাকার ইছাইয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে ছোট ভাই আমজাদের সঙ্গে এমরানের কথা কাটাকাটি হয়। এ সময় আমজাদ গালাগাল শুরু করলে প্রতিবাদ করে বড় ভাই এমরান। একপর্যায়ে বড় ভাইকে ছুরিকাঘাত করে আমজাদ। পরে এমরানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ওসি (তদন্ত) মো. কামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

