ফরিদপুরে আটক ৭ ডাকাত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২০

ফরিদপুরে আটক ৭ ডাকাত


সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুরের ভাঙ্গা-খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে ওই ৭ ডাকাতকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাদ পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬২০১) গোপালগঞ্জের ভাটিয়াপাড়া নামক এলাকায় পৌঁছালে যাত্রী ছদ্মবেশে কিছু ডাকাত দল ওই পরিবহণের যাত্রীদের উপর হামলা চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো: আতাউর রহমানের নেতৃত্বে হাইওয়ে পুলিশ বাসটির গতিরোধ করে তল্লাশি করে। এসময় বাগেরহাটের কালাম শেখ (৩০),একই জেলার ইলিয়াস শেখ (২৮), বাবুল শিকদার (৩২), খুলনার জিহাদ শেখ (৩৫) ও একই জেলার ফরহাদ শেখ (২৫),রংপুরের শরিফুল ইসলাম (৩৫) ও গাজীপুর জেলার আসিক রায়হানকে (২০) আটক করা হয়। এঘটনায় হাইওয়ে থানার এস,আই (উপ-পরিদর্শক) সজীব কুমার বাদী হয়ে ৭ জনসহ আরোও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-১২, তাং: ২৫-০৮-২০ইং।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে ওই এলাকায় কিছু ডাকাত সদস্য বাস ডাকাতির পরিকল্পনা করছে। এসময় রাস্তায় চেকপোস্ট বসিয়ে আমরা ৭ ডাকাতকে আটক করতে সক্ষম হই।


তিনি আরও জানান, আটক ডাকাতেরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা মহাসড়কে ডাকাতি করে চলছে।


Post Top Ad

Responsive Ads Here