স্ত্রীর সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ দিলো স্বামী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৪, ২০২০

স্ত্রীর সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ দিলো স্বামী


সময় সংবাদ ডেস্ক//
ঈদুল আজহার দাওয়াত খাওয়ার খেতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ধরলা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন কুড়িগ্রামের এক যুবক।  

রোববার দুপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে ফুলবাড়ী উপজেলার দ্বিতীয় ধরলা সেতুর উপর থেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। 

নিহত জোবায়ের আলম জয় ফুলবাড়ী আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চন্দ্রখানা কলেজপাড়ার আমীর হোসেনের মাস্টারের ছেলে।

ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান হাবিব বলেন, জোবায়ের আলম জয় রোববার দুপুরে স্ত্রী শিউলি বেগমসহ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা হারাটি এলাকায় অটোরিকশায় শ্বশুড়বাড়ির উদ্দেশে রওয়ানা হন। এ সময় দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অটোরিকশা থেকে নেমে দৌঁড়ে এসে নদীতে ঝাঁপ মারেন জয়। সঙ্গে সঙ্গে তীব্র স্রোতের কারণে ডুবে যায় সে। চোখের সামনে স্বামীকে ধরলা নদীতে ঝাপ দিতে দেখে অজ্ঞান হয়ে পড়েন শিউলি বেগম। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল এসে বিকেল তিনটার দিকে মরদেহ উদ্ধার করে।



Post Top Ad

Responsive Ads Here